Exchange Offer Registration
Terms & Conditions
অফারের সাধারন শর্তাবলী
1. রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলে, রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS এবং ই-মেইলের মাধ্যমে সম্ভাব্য (approximate) এক্সচেঞ্জ মূল্য পাঠানো হবে।
2. পরবর্তী সময়ে বাটারফ্লাই-এর নিযুক্ত প্রতিনিধি রেজিস্টার্ড নম্বরে যোগাযোগ করবেন এবং পুরাতন পণ্যের চূড়ান্ত এক্সচেঞ্জ মূল্য নির্ধারণের জন্য রেজিস্টার্ড ঠিকানায় পরিদর্শনে যাবেন।
3. পণ্য মূল্যায়নের পর, নির্ধারিত এক্সচেঞ্জ মূল্যে একমত হলে রেজিস্ট্রেশনে দেওয়া মোবাইল নম্বরে একটি Verification Code পাঠানো হবে, যা প্রতিনিধির সঙ্গে শেয়ার করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
4. রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ই-মেইলে চূড়ান্ত এক্সচেঞ্জ মূল্য ও একটি এক্সচেঞ্জ কোড পাঠানো হবে, যা সংরক্ষণ করতে হবে এবং নতুন পণ্য ক্রয়ের সময় শোরুমে প্রদর্শন করতে হবে।
5. চূড়ান্ত SMS বা ই-মেইল পাওয়ার পর, বাটারফ্লাই-এর নিযুক্ত প্রতিনিধিকে পুরাতন পণ্য হস্তান্তর করতে হবে।
6. নতুন পণ্য কেনার সময় অবশ্যই রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি ব্যবহার করতে হবে।
7. হাউজ অব বাটারফ্লাই থেকে যেকোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে এক্সচেঞ্জ মূল্য সমন্বয় করা যাবে।
8. এক্সচেঞ্জ মূল্য শুধুমাত্র একটি পণ্য ক্রয়ের জন্য প্রযোজ্য।
9. যদি এক্সচেঞ্জ মূল্য নতুন পণ্যের মূল্যের চেয়ে বেশি হয়, তাহলে অতিরিক্ত অর্থ নগদে ফেরত পাওয়া যাবে না বা একাধিক পণ্যের ক্রয়ে সমন্বয় করা যাবে না।
10. এক্সচেঞ্জ মূল্য শুধুমাত্র পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য, এটি নগদ অর্থ হিসেবে প্রদান করা হবে না।
11. এক্সচেঞ্জ অফারটি শোরুমে চলমান বাটারফ্লাই কর্তৃক নির্ধারিত অন্যান্য অফারের সাথে প্রযোজ্য।
12. চূড়ান্ত এক্সচেঞ্জ মূল্য এবং এক্সচেঞ্জ কোড প্রাপ্তির পর ৩০ দিনের মধ্যে ব্যবহারযোগ্য থাকবে।
বিঃদ্রঃ শর্তাবলী যে কোনো সময় পরিবর্তন করার অধিকার বাটারফ্লাই কর্তৃপক্ষ সংরক্ষণ করে।